নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ৬ নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: সাইফুল ইসলাম সুমনকে (৪৪) ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার  করেছে পুলিশ। 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান চেয়ারম্যানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মো: সাইফুল ইসলাম সুমন চাচই গ্রামের মো:শরিফুল ইসলামের ছেলে এবং লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট লোহাগড়া শহরের কুন্দশী চৌরাস্তা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলার ঘটনায় দায়েরকৃত নাশকতার মামলায় সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে জয়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে।

(আরএম/এসপি/নভেম্বর ১১, ২০২৪)