আদমদীঘিতে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন, গ্রেপ্তার ১
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ২ লাখ টাকা যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মাহবুর মন্ডল (৪২) উপজেলার নশরতপুর ইউনিয়নের শিতলাই গ্রামের মোকলেছার মন্ডলের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গত ১৮ বছর আগে উপজেলার নশরতপুর ইউনিয়নের শিতলাই গ্রামের মোকলেছার মন্ডলের ছেলে মাহবুর মন্ডলের সঙ্গে পাশ্ববর্তী দুপচাঁচিয়ার গোবিন্দপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ের ধর্মীর ভাবে বিবাহ হয়। বিবাহের পর নিজ স্বামীর বাড়ীতে বসবাস করে আসছিলেন স্ত্রী।
গত ২৪ অক্টোবর সোমবার দুপুরে স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে ২লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ সৃষ্টি করে স্বামী। এরপর তার স্ত্রী যৌতুক এনে দিতে রাজী না হলে তাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে। একপর্যায় তাকে মারধর করেন স্বামী। পরে অসুস্থ অবস্থায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয় স্ত্রী। এরপর আইনিভাবে সহায়তার জন্য আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন স্ত্রী নিজেই। পরে মামলার তদন্তে রবিবার রাতে নিজ বাড়ি থেকে মাহবুর মন্ডলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
(এস/এসপি/নভেম্বর ১১, ২০২৪)