গোবিন্দগঞ্জে লরির ধাক্কায় প্রাণ গেল ভ্যানযাত্রীর
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেলের লরির ধাক্কায় ঝর্ণা বেগম (৪৫) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। নিহত ঝর্ণা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী।
আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের সাহেবগঞ্জ বাগদা ফারাম নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই সময় একটি ব্যাটারিচালিত ভ্যান বাগদা বাজার থেকে যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় পৌঁছালে ভ্যানটির এক্সেল ভেঙে যায়। এসয় একটি তেলবাহী লরির ধাক্কায় ভ্যানযাত্রী ঝর্ণা বেগম ঘটনা স্থলে মারা যায়। এছাড়া আরও তিনজন আহত হলে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ ঘটনায় ঝর্ণা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। তবে আহত তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি এ কর্মকর্তা।
(এসআর/এসপি/নভেম্বর ১১, ২০২৪)