শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর : ফরিদপুরে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে ভ্যান চুরির পর অসহায় হয়ে পড়া, ভ্যান চালক আব্দুর রাজ্জাক বিশ্বাসকে উলামা পরিষদ পক্ষ থেকে ভ্যান উপহার দেয়া হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে এ উপহার দেয়া হয়।

সূত্রে জানা যায়, ভ্যান চালিয়ে নিজের সংসার পরিচালনা করতেন, পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার শেখপুর গ্রামের ভ্যান চালক আব্দুর রাজ্জাক বিশ্বাস। তার আয়ের একমাত্র উৎস ছিলো ভ্যান।

সেই ভ্যান গত ১০ অক্টোবর আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে ভ্যান রেখে, আসরের নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন। এ সুযোগে ভ্যানটি চুরি করে নিয়ে যায় চোর চক্র।

তার সংসার চালানোর একমাত্র মাধ্যম ভ্যানটি হারিয়ে, তিনি যখন পাগল প্রায় তখন উলামা পরিষদের পক্ষ থেকে তাকে একটি ভ্যান উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন।

আলফাডাঙ্গা উলামা পরিষদের উদ্যোগে, নানা মানুষের সহযোগীতায়, রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে, উপহার হিসেবে ভ্যান চালক আব্দুর রাজ্জাক বিশ্বাসকে একটি ভ্যান উপহার দেন।

এ সময় আলফাডাঙ্গা কওমী উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা তামিম উদ্দীন আহমেদ, কওমী উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দীন ফরিদী প্রমুখ সহ অনেকে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা মাওলানা তামিম উদ্দীন আহমেদ জানান, একমাত্র সংসারের উপার্জনের মাধ্যম ভ্যানটি হারিয়ে, যাওয়ায় দিশেহারা হয়ে পড়ে আব্দুর রাজ্জাক ।আমরা আমাদের সাধ্য মতো তাকে একটা ভ্যান কিনে দিয়েছি। নতুন করে আবার সে তার পরিবার-পরিজন নিয়ে, আনন্দে জীবন যাপন করতে পারবে ইনশাল্লাহ।

আব্দুর রাজ্জাক বিশ্বাস বলেন, ‘ভ্যানটি রেখে নামাজে যাই,নামাজ শেষে এসে দেখি ভ্যানটা নেই ভ্যানটা হারিয়ে অসহায় হয়ে পড়ে ছিলাম। কারণ আমার একমাত্র আয়ের পথ ছিল ভ্যানটি।
আলফাডাঙ্গা উপজেলা উলামা পরিষদের পক্ষ থেকে নতুন এ ভ্যানটি উপহার পেয়ে খুবই খুশি আমি।

(এসএফ/এসপি/নভেম্বর ১১, ২০২৪)