'আমি আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা মামলার শিকার'
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মো. হাসান খানের ছোটভাই ও স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা মো. রাজু খান জেল থেকে জামিনে হয়ে মুক্ত হয়ে স্থানীয় এলাকাবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে জানিয়েছেন, 'আমি আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা ও মামলার শিকার হয়েছি'।
রবিবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর এক সপ্তাহ কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়ে নিজ এলাকা মৃগী বাজার ও তেঁতুল তলা বাজারে আসলে এলাকার স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
রাজু বলেন, আমি পেশার একজন ব্যবসায়ী। গত ১২ অক্টোবর শনিবার কানাইপুর বাজারের আমাদের স্যানেটারী ও হার্ডওয়্যারের দোকান থেকে ব্যক্তিগত মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মৃগি বাজারে কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা আক্রমণের শিকার হই। তারা আমাকে মেরে আমার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়, আবার উল্টো তাদেরই করা মামলায় আমাকে জেলে যেতে হয়।'
ফরিদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান খান জানান, স্থানীয় আওয়ামী সন্ত্রাসী আরিফ শেখ, শাহিন মোল্যা, তুহিন মোল্যা, মাহতাব মোল্যা, হালিম মোল্যা, সেলিম মোল্যা ও জেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রতন চৌধুরী সহ কতিপয় কিছু সন্ত্রাসীর দৌরাত্ম বেড়ে যাওয়ায় এলাকায় অস্থিরতা বিরাজ করছে। যখন তখন যত্রতত্র হামলা মামলার শিকার হতে হচ্ছে আমাদের। এগুলো দ্রুত বন্ধ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওই বিএনপি নেতা।
এদিকে, আজ সোমবার সকালে উপরোক্ত অভিযোগ বিষয়ে জানতে শাহিন মোল্যাকে ফোন করা হলে তিনি নিজেকে বিএনপি'র কর্মী দাবি করে অভিযোগগুলো অস্বীকার করেছেন। তবে বাবা শামচু মোল্যাকে দিয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের চার নেতার বিরুদ্ধে মামলা করানোর বিষয়টি স্বীকার করেছেন শাহিন।
(আরআর/এএস/নভেম্বর ১১, ২০২৪)