স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় শনিবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স অনুষ্ঠেয় জাতীয় সাঁতারের পৃষ্ঠপোষকতায় রয়েছে ম্যাক্স গ্রুপ।

শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল এস এস আবুল কালাম আজাদ।

প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশসহ ৬৯টি টিমের ৫৫০ জন খেলোয়াড়, প্রায় ৮৫ জন টিম অফিসিয়াল ও ১০০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৭৩৫ জন অংশগ্রহণ করে। সাঁতারে (পুরুষ-১৯টি ও মহিলা-১৯) মোট ৩৮টি, পুরুষ বিভাগে ডাইভিং ৩টি এবং ওয়াটারপোলো ১টি ইভেন্ট রয়েছে।

প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারে ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। চারটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়। প্রথম দিনে বাংলাদেশ নৌবাহিনী ৭টি স্বর্ণ, ৬টি রৌপ্য, ৩টি ব্রোঞ্জ পদক; বাংলাদেশ সেনাবাহিনী ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫ টি ব্রোঞ্জ এবং বিকেএসপি দুটি ব্রোঞ্জ পদক অর্জন করে।

(ওএস/এএস/নভেম্বর ১০, ২০২৪)