‘তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে’
স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী দিনে দেশ কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে কয়েক দিন আগে দেশবাসীর কাছে ৩১ দফা উপস্থাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আমরা দলগতভাবে মনে করি, সেই ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে শান্তি আসবে ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপির উদ্যোগে ছাব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও যুবদলের সাবেক আহ্বায়ক প্রয়াত রফিকুল ইসলাম রফিকের স্মরণে এ সভার আয়োজন করা হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আওয়ামী লীগ যে পথে চলেছে আমরাও যদি সে পথে চলি তাহলে কি ঠিক হবে? বিএনপি কিন্তু দলগতভাবে সঠিক লাইনে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা যুদ্ধে মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। শেখ মুজিব বাকশাল কায়েম করেছিলেন। আর জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন।
বিএনপির প্রচার সম্পাদক টুকু আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর আন্দোলন-সংগ্রাম করে এ দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। দেশনায়ক তারেক রহমান এই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য।
স্মরণসভায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াসের সঞ্চালনায় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
(ওএস/এসপি/নভেম্বর ০৯, ২০২৪)