হাসপাতালের টেন্ডার কাণ্ডে বিএনপি নেতা ছোটলু দল থেকে বহিস্কার
যশোর প্রতিনিধি : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে সংগঠিত অপ্রীতিকর ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এ কে শরফুদ্দৌলা ছোটলু নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
আজ শনিবার বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। দল থেকে বহিস্কার হওয়া ছোটলু জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের আপন মামা। তার বোন অধ্যাপীকা নার্গিস আক্তার জেলা বিএনপির আহবায়ক।
উল্লেখ্য, শুক্রবার যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ছোটলুকে কারণ দর্শানো (শোকজ) ও যুবদল নেতা হাবিবুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের পাঁচ কোটি টাকার চিকিৎসা উপকরণ সরবরাহের (এমএসআর) দরপত্রের সব কাজ না পাওয়ায় ক্ষুব্ধ হন ুতুন। তাঁর নেতৃত্বে হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিএনপির ওই নেতাকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে।
(এসএ/এসপি/নভেম্বর ০৯, ২০২৪)