মেহেরপুরে দরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের খাওয়ালো ভাবনার সদস্যরা
এস এ সাদিক, মেহেরপুর : মেহেরপুরে দরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের মুখরোচক বিভিন্ন খাবার খাওয়ালো মেহেরপুর ভাবনা সংগঠনের সদস্যরা। আজ শনিবার দুপুরে মেহেরপুরের মহিলা কলেজ রোডে অবস্থিত সেভেন সেন্স নামের রেস্টুরেন্ট খাবার খাওয়ানো আয়জন করা হয়।
মেহেরপুরে প্রতিবন্ধী, এতিম ও দরিদ্র পরিবারের শিশুদের এক বেলা খাবার যেন স্বস্তির নিঃশ্বাস। মেহেরপুর ভাবনা সংগঠনের সদস্যদের নিজেদের জমানো টাকা একত্রে করে এসব শিশুদের আনন্দের আহার নামে কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
মেহেরপুর সদরের বিভিন্ন প্রান্ত থেকে ২৮ জন শিশুকে একত্রিত করে খাবার খাইয়েছে সেভেন সেন্স নামের একটি রেস্টুরেন্টে। শহরের দামি রেস্টুরেন্ট গুলোতে খাবার খাওয়া যাদের আওতার বাইরে ছিলো তাদের মুখে খাবার তুলে দিতে সংগঠনটির এ আয়োজন। খাবার হিসেবে ছিলো বার্গার, পিৎজা, চিকেন ফ্রাই, কমল পানীয় সহ মুখরোচক বিভিন্ন খাবার। আর এসব খাবার খেতে পেয়ে প্রতিবন্ধী, এতিম ও দরিদ্র শিশুরা খুশি।
এ সময় সুরভী নামের এক শিশু বলেন, আমি এইরকম রেস্টুরেন্টে কখনো আসিনি আজকের প্রথম এসেছি আমার অনেক ভালো লাগছে।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর ভাবনা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন শেখ, ভাবনা সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ভাবনা সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, ভাবনা সংগঠনের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সাদাত আস সামি সহ মাহমুদুল হাসান সিয়াম, কুহেলি খাতুন, বাসেরা রহমান, উদোয়, তুষার, নাঈমুল, রলিপ সহ ভাবনার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর ভাবনা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন শেখ বলেন, আমরা সব সময় নতুন কিছু করার চেষ্টা করি যেমন ঈদের সময় ঈদ উল্লাস এবং শীতের সময় শীত উচ্ছ্বাস মেহেরপুরে প্রতিবন্ধী, এতিম ও দরিদ্র পরিবারের শিশুদের নিয়ে এই প্রোগ্রামটি করে থাকি।
মুখরোচক খাবার খায় আনন্দে মন ভরায় এর প্রতিপাদ্যটি সামনে রেখে আনন্দের আহার উপজেলায় পর্যায়ক্রমে এ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে মেহেরপুর ভাবনা সংগঠনটি।
(এস/এসপি/নভেম্বর ০৯, ২০২৪)