কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলায় ব্যবসায়ী গ্রেফতার
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় মেহেদী হাসান রাসেল (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামে থেকে তাকে গ্রেফতার করে কাশিয়ানী থানা পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। রাসেল খাগড়াবাড়িয়া গ্রামের মৃত বালা মিয়ার ছেলে। তিনি বালু ব্যবসা করেন বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আরো জানান, গত ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে আ.লীগ নেতাকর্মীর হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় মেহেদী হাসান রাসেলকে গ্রেফতার করা হয়েছে।
(টিবি/এসপি/নভেম্বর ০৯, ২০২৪)