বোয়ালমারীতে রান্নাঘর থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

কাজী হাসান ফিরোজ, বোয়ামারী : ফরিদপুরের বোয়ালমারীতে নজরুল চৌধুরী (৪০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে রান্না ঘর থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। নজরুল চৌধুরী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা পশ্চিম পাড়ার মৃত ছত্তার চৌধুরীর ছেলে। গলাকাটা যুবকের মরদেহের খবর পেয়ে ডহরনগর ফাঁড়ি পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জয়পাশা গ্রামের বাসিন্দা সৈয়দ আব্দুর রউফ সিদ্দিকী জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে নজরুল রান্না ঘরে গিয়ে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। সে দীর্ঘদিন অসুস্থ ছিল। অভাবের সংসার। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ বালা মিয়া জানান, দীর্ঘ ১৫ বছর যাবত নজরুল মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। নজরুলের স্ত্রী প্রতিবেশীদের ডেকে আনলে তারা দেখেন গলা কাটা অবস্থায় রান্না ঘরের ভেতর তার লাশ পরে রয়েছে। পাশে একটি রক্তাক্ত বটি পড়েছিল। ধারণা করা হচ্ছে নিজের গলায় নিজে বটি চালিয়ে আত্মহত্যা করেছে।
ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ নজরুল চৌধুরী মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছিল। এর আগেও ২-৩ বার গলায় রশি নিয়েছিল। পুলিশ লাশ উদ্ধার করে থানায় পাঠিয়েছে। ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়া গেলে আসল রহস্য জানা যাবে।
(কেএফ/এসপি/নভেম্বর ০৯, ২০২৪)