গাইবান্ধায় জুলাই আন্দোলন শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী
রবিউল ইসলাম, গাইবান্ধা : ‘আলোকচিত্রে গাইবান্ধার জুলাই আন্দোলন’ শীর্ষক দিনব্যাপী এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে ‘দীপান্তর ২৪’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহানাজ আমিন মুন্নী।
এ প্রদর্শনীতে জুলাই আন্দোলনের সময় গাইবান্ধায় সংঘটিত আন্দোলনের বিভিন্ন ঘটনাসমূহের চিত্র দেখানো হয়েছে। আলোকচিত্রে ফুটে উঠেছে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার চিত্র।
প্রদর্শনী দেখতে আসা গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ‘গাইবান্ধায় জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নানা ঘটনাপ্রবাহ ফুটে উঠেছে। এসব চিত্র ইতিহাস হয়ে থাকবে। এমন আয়োজন নিশ্চয়ই প্রশংসনীয়। আমাদের জাতীয় জীবনে এই আন্দোলনের ইশতেহার বয়ে নিয়ে যেতে হবে। আন্দোলনের স্পিরিট স্মরণ করিয়ে দিতে এমন আয়োজন প্রয়োজন।’
‘দীপান্তর ২৪’ সংগঠনের সভাপতি এস এম মনিরুজ্জামান সবুজ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানের আকাঙক্ষা পূরণের লক্ষ্যে আমরা ‘দীপান্তর ২৪’ সংগঠনের যাত্রা শুরু করি। এরই ধারবাহিকতায় আজকের এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। আমরা অনেক সাড়া পাচ্ছি। অভ্যুত্থানের স্পিরিটকে জাতীয় জীবনে জীবিত রাখতেই আমাদের আজকের এই ক্ষুদ্রপ্রচেষ্টা।’
এদিকে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পরই অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জুলাই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এসময় বক্তারা সারাদেশে জুলাই আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের সু-চিকিৎসা এবং গঠিত ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।
‘দীপান্তর ২৪’ সংগঠনের সভাপতি এস এম মনিরুজ্জামান সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সংস্কৃতি কর্মী শাহানাজ আমিন মুন্নী, শিক্ষক রুকুনুজ্জামান ফারুক, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠনটির সহ-সভাপতি কাজল রেখা পিংকি, সাংগঠনিক সম্পাদক ইউনুস সরকার রনি, রিয়াদ হাসান প্রমুখ।
এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা অংশ নেন। শেষে সদস্যরা দ্রোহের কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।
(আরআই/এসপি/নভেম্বর ০৯, ২০২৪)