শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি
আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার ভাগ্যকুল রোডে জমজম টাওয়ার সামনে এসে জড়ো হওয়ার পরে মীর সরাফত আলী সপুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মার্কেটের সামনে এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।
আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জল, সহ-সভাপতি ডাঃ জাহিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম কানন, বিএনপি নেতা ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রীনগর কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম রজন, শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সাধারণ সম্পাদক শফিক ভুইয়া, যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাদশা, স্বেচ্ছাসেবক দলের নেতা মহিন ঢালী,
ছাত্রদলের সাবেক নেতা জসিম মোল্লা প্রমুখ।
(এআই/এসপি/নভেম্বর ০৯, ২০২৪)