রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ‘প্রথম আলো বাংলাদেশের একমাত্র পত্রিকা যা সমাজ বদলে কাজ করে, ভূমিকা রাখে। নতুন বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখায়। প্রথম আলো সত্য তথ্য প্রকাশে অবিচল থাকে। প্রথম আলো না পড়লে পাঠক জানতে পারে না প্রকুত ঘটনা। আর সঠিক পথে থাকতে, সত্য প্রকাশ করতে কঠিন ঝূঁকির মধ্যে থাকতে হয়। ভয়ভীতি উপপেক্ষা করেও সঠিক ও বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল থেকেছে। দেশের সাধারণ মানুষের পাশে অবস্থান নিয়ে তাদের আস্থা অর্জন করতে সমর্থ্য হয়েছে। ক্ষমতাবানদের রক্তচক্ষু উপেক্ষা করে পেশাদারিত্ব, সত্যনিষ্ঠ সাংবাদিকতাকে প্রাধান্য দিয়েছে। এ জন্য প্রথম আলো দিনে দিনে হয়ে উঠেছে সাধারণ মানুষের কন্ঠস্বর, সাধারণ মানুষের আস্থারস্থল।’

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার বন্ধুসভার আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন, সাতক্ষীরা জেলার অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কিশোরীমহন সরকার।

আজ শুক্রবার সকালে সাতক্ষীরার শহীদর নাজমুল সরণির ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভা।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এসব অনুষ্ঠানে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রথম আলো বন্ধুসভার সদস্য মো: সালাউদ্দিনের সঞ্চলনায় ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস।

আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ, দেবহাটা খানবাহদুর আহসান উল্লাহ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্রমোহন দাশ, কবি স,ম তুহিন, বন্ধুসভার উপদেষ্ঠা জাহিদা জাহান, সাংবাদিক মমতাজ আহমেদ বাপ্পি,সাতক্ষীরা নাগরিক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, এম কামরুজ্জামান, আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, উদীচী সাতক্ষীরা জেলা শখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।

বক্তারা আরও বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃর্তী শিক্ষার্থীরা প্রথম আলোর সংবর্ধনা পেতে অধীর আগ্রহে অপেক্ষা করে। এ সংবর্ধনা শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ছে। প্রথম আলো দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর বৃত্তি প্রধান করে। নিপীড়িত ও নির্যাতিত মানুষের দুর্দশার কথা তারা লেখনির মাধ্যমের ফুটিয়ে তোলে। প্রথম আলো রক্তচক্ষু উপেক্ষা করে সত্য প্রকাশ করায় অন্যায়, দুর্নীতি করার আগে সরকারি কর্মচারী-কর্মকর্তা থেকে শুরু করে প্রভাবশালীদের চিন্তা করে। প্রথম আলো এমন জায়গা তৈরি করতে পেরেছে সমাজে।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দেশাত্ববোধক গান গেয়ে উপস্থিতিদের জাগিয়ে তোলেন বন্ধুসভা সাতক্ষীরার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোমা রানী বৈদ্য ও মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ তরফদার।

(আরকে/এসপি/নভেম্বর ০৮, ২০২৪)