খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সালথার আটঘরে দোয়া মাহফিল
সালথা প্রতিনিধি : দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ফরিদপুরের সালথা উপজেলা আটঘর ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বাদ জুম্মা আটঘর ইউনিয়নের গোবিন্দপুর খান বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করেন ৪-৫-৬ নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠন। দোয়া-মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কারি মোঃ আশরাফ আলী খান।
এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা যুবদল নেতা মোঃ মাহফুজুর রহমান (মাহফুজ খান) ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব খান মুরাদ মাতুব্বর, যুবদল নেতা সাফিকুল ইসলাম, সাইফুল ইসলাম পিকুল প্রমূখ।
এ সময় উপস্থিত সকলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করেন এবং ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
(এএন/এসপি/নভেম্বর ০৮, ২০২৪)