লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় কুন্দশী মোড় থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা পৌর বিএনপির কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.মনিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, দপ্তর সম্পাদক টিপু সুলতান, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরিফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুনসহ প্রমুখ।
(আরএম/এএস/নভেম্বর ৮, ২০২৪)