শাহ্ আলম শাহী, দিনাজপুর : আগামির বাংলাদেশে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব চান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে চব্বিশের ছাত্র-জনতা অভ্যূত্থানে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সহযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তারা এ কথা জানান।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নুর হোসেন হল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমন্বয়ক সারজিস আলম বলেন, আমাদের ফেসটি বাদী রাজনীতি বন্ধ করতে হবে।আমরা শোডাউন চাইনা,চাই নতুন নেতৃত্ব।আমরা যদি আগামির বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব চাই। আমরা যদি মাওলানা ভাষানি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী,শেরে বাংলা একেএম ফজলুল হকের মত এরকম রাজনৈতিক ব্যক্তিত্ব চাই, তাহলে আবারও ছাত্র সংসদ নির্বাচন দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব গড়ে তুলতে হবে।

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিএনপির রাজনীতিবিদ মির্জা আব্বাসীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, উনি বলেছেন যদি পিতার আগে সন্তান হাঁটে, তাহলে নাকি দেশ ধ্বংস হয়ে যায়।আমরা বিনয়ের সাথে ওনাকে প্রশ্ন করতে চাই-পিতা যখন ১৬ বছর যখন তার রাজনীতি থেকে বঞ্চিত হচ্ছিল, পিতাকে যখন রাস্তায় নামতে দেওয়া হচ্ছিল না,তখন ৫ ই আগস্ট সন্তানরাই গুলির সামনে বুক পেতে দিয়েছিল। তখন রাষ্ট্র ধ্বংস হয়ে যায়নি বরং পিতার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিওন,তরিকুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

(এসএএস/এএস/নভেম্বর ০৭, ২০২৪)