টুঙ্গিপাড়া প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম বলেছেন, গেল ১৫ বছরে আওয়ামী লীগের সুবিধা নেওয়াদের বিএনপিতে যায়গা হবে না। বিগত সরকার বিদায় নিলেও তাদের দোষরররা নতুন করে আবারো পায়তারা শুরু করছে। তবে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপি আহবায়ক শরীফ রফিকউজ্জামান।

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সোহরাব শেখ, উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ- সভাপতি মোঃ হিরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুন্সি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, ছাত্র বিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার, যুগ্ম আহবায়ক মাহফুজ হাসান, কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব কাইয়ূম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলের দুর্দিনেরর কর্মীদের মূল্যায়ন করা হবে উল্লেখ সেলিমুজ্জামান সেলিম বলেন, আপনারা যেভাবে দুর্দিনে পাশে ছিলেন ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও অটুট থাকবেন। আমি আপনাদের সাথে বিগত দিনেও ছিলাম, আগামী দিনেও আপনাদের পাশে থাকবো।
৫ আগস্টের গন অভ্যুত্থান এর পেছনে নেতৃত্বে দেশ নায়ক তারেক রহমান কাজ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

(এমএস/এএস/নভেম্বর ০৭, ২০২৪)