ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই বন্ধু নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আজমপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান। উভয়েই বনগ্রাম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা শেষে মোটরসাইকেলে পাকশী এলাকায় ঘুড়তে যায় চার বন্ধু। এসময় একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়ে। ঘটনাস্থলেই শিক্ষার্থী দুইবন্ধুর মৃত্যু হয়। এসময় আহত হয় আরও দুইজন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

(এসকেকে/এসপি/নভেম্বর ০৭, ২০২৪)