স্টাফ রিপোর্টার : দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে জিয়া পরিবার সঙ্গে থেকেছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নাটোর শহরের কানাইখালী এলাকায় এক সমাবেশে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, তারেক রহামানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব ফিরে এসেছে। জিয়া পরিবার মানুষের অধিকারে এক হয়ে আন্দোলনে নেমেছে।

তিনি বলেন, এ দেশের মানুষের ভাতের, ভোটের এবং কথা বলার অধিকারের জন্য সাড়ে ১৫ বছর সংগ্রামের নেতৃত্ব দিয়েছে তারেক রহমান। সেই দুর্যোগ মুহূর্তে দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফেরানোর জন্য নেতৃত্ব দিয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, বিগত স্বৈরাচারের আমলে নির্যাতিত মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন তারেক রহমান। ছাত্র আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দেশের মানুষকে সঙ্গে নিয়ে হাসিনার পতন ঘটিয়েছেন। ফলে দেশে আজ সার্বভৌমত্ব ও স্বাধীনতা ফিরে এসেছে।

দুলু আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে আন্দোলন-সংগ্রামে আমরা অনেক ভাইদের হারিয়েছি। বহু মানুষকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে। সব সময় জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।

সমাবেশে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা স্বেচ্ছাসবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/নভেম্বর ০৭, ২০২৪)