স্টাফ রিপোর্টার : অনলাইন সংবাদ মাধ্যম ই-বার্তা২৪৭ডটকম (ই-বার্তা অনলাইন নিউজ) এর সম্পাদক প্রকাশক মোঃ জাহিন হাসান ও তার পিতা মোঃ আব্দুল কাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করেছে যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হায়দার আলী, যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও  চূড়ামনকাঠি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান তপন, মোঃ রুবেল ও লেবুতলা ইউনিয়ন বিএনপির নেতা মোঃ বসির আহম্মোদ, ইব্রাহিম হোসেন ও যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কাদের মোল্ল্যা।

গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যশোরে মোঃ আব্দুল কাদের বাদী হয়ে ৩৮৫ ও ৩৮৬ ধারায় একটি মামলা দায়ের করেন।

জাহিন হাসান জানান, বিবাদীপক্ষের সদস্যরা ৫ ই আগস্ট ২০২৪ এর পর থেকে কখনো প্রকাশ্যে আবার কখনো ফোন কল করে রাজনৈতিক পরিচয় দিয়ে জীবননাশের হুমকি দিয়ে আসছে। গত ১৭ ই আগস্ট ২০২৪ তারিখে বিবাদী পক্ষের সদস্যদের নামে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারন ডাইরি করি। পুলিশ বাদী এবং বিবাদী পক্ষকে একত্রে বসে মীমাংসার জন্য ডাকলে বিবাদীপক্ষ আসতে রাজি হয়নি। তারপর থেকে বিবাদী পক্ষের নাহিদ হাসান তপন, যুগ্ম আহবায়ক, যশোর সদর উপজেলা যুবদল, সাধারণ সম্পাদক, চুড়ামনকাঠি ইউনিয়ন যুবদল ও লেবুতলা ইউনিয়ন বিএনপি নেতা বশির আহম্মোদ ফোনে তাদের রাজনৈতিক পরিচয় দিয়ে গালিগালাজ ও জীবননাশের হুমকি প্রদান করে।

গত ২৭ শে অক্টোবর সকাল দশটার সময় ই-বার্তা২৪৭ডটকম এর সম্পাদক ও প্রকাশক জাহিদ হাসান ও তার পিতা মোঃ আব্দুল কাদের যশোর শানতলা হাইওয়ে তেল পাম্প এর কাছে দিয়ে যাওয়ার পথে গাড়ি থামিয়ে দুজনকে ধরে নিয়ে এক্সিম এ্যাগ্রোর পাশে একটি গোডাউনে নিয়ে যাই নাহিদ হাসান তপন, হায়দার আলী ও তাদের সহযোগীরা। গোডাউনে নিয়ে যাওয়ার পর দেখি তাদের আরো কয়েকজন সহযোগী পূর্বেই বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিল। তারা গলায় অস্ত্র ধরে এক লক্ষ টাকা নগদ নিয়ে নেয় এবং ১৫ লক্ষ টাকা আগামী ২ ডিসেম্বর ২০২৪ তারিখের ভিতরে দেওয়ার কথা বলে। ১০০ টাকা তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে ১৫ লক্ষ টাকা পাবে বলে একটি চুক্তিপত্রে জোরপূর্বক সই করে নেয়। সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা আমাদেরকে জিম্মি করে রাখে। ২৮ তারিখ থানায় মামলা করতে গেলে মামলা না নেওয়ায় ৩১ তারিখ কোর্টে মামলা দায়ের করি।

জাহিন হাসান জানান, তিনি ও তার পিতা মোঃ আব্দুল কাদেরকে জিম্মি করার পর বিষয়টি যশোর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবুকে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হলেও জেলা বিএনপির পক্ষ থেকে বিবাদীদের বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেনি।

তিনি আরো বলেন, আমরা শংকিত যে বিবাদীপক্ষ যেকোনো সময় আমাদের উপর হামলা করতে পারে আগামীকাল বিএনপি'র মহাসচিব বরাবর একটি লিখিত অভিযোগ পত্র প্রদান করব।

(এস/এসপি/নভেম্বর ০৭, ২০২৪)