ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০
স্টাফ রিপোর্টার : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি ৭৮০ গ্রাম গাঁজা, ১ হাজার ৯ ইয়াবা, ৭ লিটার দেশি মদ ও ৩১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তাদের নামে থানায় ১২টি মামলা দায়ের করা হয়েছে।
(ওএস/এএস/নভেম্বর ০৭, ২০২৪)