স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিবের পাশাপাশি তার স্ত্রীর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (৬ নভেম্বর) বিএফআইইউ তার ব্যাংক হিসাব জব্দ করেছে বলে সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ অক্টোবর সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করেছিল বিএফআইইউ। তদন্ত শেষে সম্প্রতি সরকারের নির্দেশে সাকিবের সব ব্যাংক হিসাব ফ্রিজ (জব্দ) করা হলো।

চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা মাগুরা থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন সাকিব আল হাসান। তবে ছাত্র আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে আছেন তিনি।

(ওএস/এএস/নভেম্বর ০৭, ২০২৪)