একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আজ বুধবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ,ঔষধ বিতরণ কক্ষসহ প্যাথলজি বিভাগ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও কর্মকর্তাদের উদ্দেশে বলেন, হাসপাতালের চিকিৎসা সেবার ওপর যেন মানুষের আত্মবিশ্বাস থাকে। রোগীরা যেন সরকারি হাসপাতালের চিকিৎসা নিয়ে বুঝতে পারেন তিনি সুস্থ হচ্ছেন। সরকার বিনামূল্যে রোগীদের ঔষধ বিতরণ দিচ্ছেন। ঔষধের বিতরণের কার্যক্রম যেন রেজিস্টার খাতায় লিপিবদ্ধ থাকে। মানুষ খুব অসহায় হয়ে হাসপাতালে আসেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে বলেন, 'আমি যোগদানের পরই জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছি। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেছি। মানুষ অসহায় হয়ে হাসপাতালে আসেন। যারা এখানে আসেন তারা করুণ অবস্থায় হাসপাতালে আসেন সেবা নেওয়ার জন্য। সরকার সেবা দেওয়ার জন্য সরকারি হাসপাতাল চালু রেখেছেন। সরকারের পক্ষ থেকে ঔষধ বিতরণসহ বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। এগুলোর ব্যবহার যেন যথাযথ হয় সেগুলোর দেখার জন্য এখানে আসা।

এ সময় সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন,অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক, শরীফ আল রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

(একে/এসপি/নভেম্বর ০৬, ২০২৪)