রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে পালিত হচ্ছে ‌সূর্য পূজা। শহরের স্থানীয় মারওয়ারী সম্প্রদায় ও  হরিজন সম্প্রদায় লোকজন প্রতিবছরের ন্যায় এবছরও এই পূজা পালন করছে। আজ বুধবার সূর্য পূজা  উপলক্ষে বিকেলে ‌শহরের বিসর্জন ঘাটে ফলফলারি সহ বিভিন্ন উপকরণের মধ্য দিয়ে ‌সূর্য কে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তারা।

এসময় দেশ ও জনগণের মঙ্গল কামনা করে সূর্যদেবের নিকট থেকে আশীর্বাদ কামনা করা হয়। উল্লেখ করা যেতে পারে, শ্যামা পূজার পরে সূর্য পূজা অনুষ্ঠিত হয়। এই পূজা চলাকালে প্রতিদিন নিরামিষ সেবন করতে হয়।

(আরআর/এসপি/নভেম্বর ০৬, ২০২৪)