আবু নাসের হুসাইন, সালথা : চার বছর ধরে দেশিয় পাটের বীজ উৎপাদণে চেষ্টা করে যাচ্ছেন ফরিদপুরের সালথা উপজেলার কৃষক মুক্তার হোসেন মোল্যা। প্রতি বছরের ন্যায় এবছরও পাটের বীজ উৎপাদনের লক্ষে ৫০ শতক জমিতে পাটের আবাদ করেছেন।

কৃষক মুক্তার হোসেন মোল্যা বলেন, ভারতের বীজ দিয়ে পাট চাষ করতে হয় আমাদের। আমি চার বছর ধরে পাটের বীজ উৎপাদণ করে আসছি। এবারও ৫০ শতক জমিতে সবুজ সোনা-৯ জাতের পাটের বীজের আবাদ করা হয়েছে। বীজের জন্য সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এই পাটের চাষ করা হয়। বর্তমানে পাট গাছের গঠন অনেক ভালো আছে, বীজের ফলনও খুব ভালো হবে। আশা করছি ডিসেম্বার মাসে ঘরে আসবে পাটের বীজ। তিনি সবাইকে দেশিয় পাটের বীজ উৎপাদণে আহ্বান জানান।

উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার বলেন, বিজে আড়াই তোষা লাল পাটের বীজের চাহিদা কম। ভারতের জেআরও সবুজ পাটের বীজের চাহিদা বেশি। কৃষকরা যদি নিজেরা বীজ উৎপাদণ করে তাহলে খরচ কম হবে এবং মানও ভালো হবে। কৃষক মুক্তার মোল্যার মতো সবাইকে পাটের বীজ উৎপাদণে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কৃষি অধিদপ্তর সব ধরণের সহযোগিতা করবে।

(এএন/এসপি/নভেম্বর ০৬, ২০২৪)