গোপালগঞ্জে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় বিএনপি নেতাসহ গ্রেফতার ৩
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের দায়েরকৃত মামলায় বিএনপি নেতা নিরাঞ্জন ওঝা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের টিকুরিবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে কোটালীপাড়া থানাপুলিশ নিরাঞ্জন ওঝাকে গ্রেফতার করে।
নিরাঞ্জন ওঝা টিকুরিবাড়ী গ্রামের নিত্যানন্দ ওঝার ছেলে ও গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।
গ্রেফতারকৃত অন্যরা হলেন কোটালীপাড়া উপজেলার পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে সুজন ওঝা (৩০) ও তারাশী গ্রামের মস্তফা শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৫)।
মামলার বিবরণে জানাগেছে, পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে প্রবাসী সুজিত ওঝা (২৫) উপজেলার ফেরধারা গ্রামের স্কুল পড়ুয়া এক ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে গত মঙ্গলবার (৫ নভেম্বর) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সুজিত ওঝা সহ ৭ জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপি নেতা নিরঞ্জন ওঝা সহ ৩ জনকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেফতার করেছে।
ওই ছাত্রীর মা বলেন, আমার বাড়ির পাশে সুজিত ওঝার মামা বাড়ী। এ সুবাদে সুজিত ওঝার সাথে আমার মেয়ের পরিচয় ছিল। এক সময় গোপনে সুজিত ওঝা আমার মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে রাখে। পরে বিদেশে গিয়ে সম্প্রতি ওই ভিডি ওসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়। এ ঘটনা জানাজানি হলে বিএনপি নেতা নিরাঞ্জন ওঝা আমাকে মামলা না করতে অনুরোধ করে। মামলা করলে দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর আমি নিরাঞ্জন ওঝা সহ ৭ জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করি। এই মামলায় পুলিশ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কোটালীপাড়া থানার এস.আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আজ বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
(এমএস/এএস/নভেম্বর ০৬, ২০২৪)