সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালিন পেঁয়াজ, মুগ, মুসুরী, খেসারী ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের সালথায় বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা হলরুমে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস সহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস জানান, রবি মৌসুমের শুরুতে ৫শতাধিক ক্ষুদ্র ও প্রান্তি চাষিদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার তিন হাজার ৩০ জন চাষিকে বিনামুল্যে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালিন পেঁয়াজ, মুগ, মুসুরী, খেসারীর বীজ ও সার বিতরণ করা হবে।

(এএনএইচ/এএস/নভেম্বর ০৫, ২০২৪)