একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় রাস্তার পাশ থেকে বস্তাবন্দি একদিন বয়সী নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত রবিবার সকালে উপজেলার মৌরাট এলাকার রাস্তার পাশ থেকে থেকে মৃতদেহটি উদ্ধার করে পাংশা থানা পুলিশ।

জানা যায়, সকালে এলাকাবাসীরা রাস্তার পাশে একটি রক্তমাখা বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে মুখ খুলে নবজাতকের মৃতদেহটি দেখতে পায়। নবজাতকটি কার বা কখন ফেলে দেওয়া হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

পাংশা মডেল থানার ওসি (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। নবজাতকটি কার সে বিষয়ে তদন্ত চলছে।

(ওএস/এসপি/নভেম্বর ০৫, ২০২৪)