স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে খুলনা থেকে যশোর হয়ে ঢাকা রুটে ৫টি ট্রেন চালু করার দাবিতে আজ মঙ্গলবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনটি যশোর রেলস্টেশন প্লাটফর্মে আয়োজিত হয়।

রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক কাওসার আলীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা দাবি করেছেন, পদ্মাসেতু রেল প্রকল্পের আওতায় ঢাকা-ভাঙ্গা-নড়াইল-খুলনা রুটে নতুন ট্রেন চালু হলেও যশোরবাসী শুধুমাত্র একটি ট্রেন পাচ্ছে, যা অগ্রহণযোগ্য।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, যশোরের সঙ্গে ঢাকা ও খুলনার রেল যোগাযোগের উন্নয়ন অত্যন্ত জরুরি। আমাদের দাবি, খুলনা-যশোর-ঢাকা রুটে কমপক্ষে ৫টি ট্রেন চালু করা হোক। এর মধ্যে বেনাপোল থেকে ঢাকায় দুটি, দর্শনা থেকে যশোর হয়ে ঢাকায় দুটি এবং খুলনা থেকে যশোর-ঈশ্বরদী হয়ে অন্তত একটি ট্রেন চালু করা হোক।

এছাড়াও, ট্রেনের ভাড়া সহনীয় পর্যায়ে কমানোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, নিবন্ধনের বাইরে টিকিট পাওয়ার ব্যবস্থা, সিনিয়র সিটিজেনদের জন্য অগ্রাধিকারসহ আন্তঃনগর ট্রেনে সুলভ বগি, ফুল, মাছ ও সবজিবাহী বগি যুক্ত করা প্রয়োজন।

মানববন্ধনে উপস্থিত নেতা-কর্মীরা আরও বলেন, দর্শনা থেকে খুলনা পর্যন্ত দ্রুত ডাবল লাইন স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে।

এছাড়া, বক্তব্য রাখেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য ইকবাল কবির জাহিদ, জিল্লুর রহমান ভিটু, অ্যাড. আমিনুর রহমান হিরু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, তসলিম উর রহমানসহ আরও অনেকে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দিয়ে তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। এ ধরনের আন্দোলন চলমান রাখার কথা জানিয়েছেন সংগঠনের সদস্যরা। যা যশোরবাসীর রেল যোগাযোগের সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

(এসএ/এসপি/নভেম্বর ০৫, ২০২৪)