সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় নবাগত সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছেন মোঃ নূরুল আমিন। তিনি গত রবিবার যোগদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম লুৎফর রহমান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ নবাগত এসিল্যান্ড মো:নুরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ-সময় উপজেলা প্রকৌশলী মো: মাঈন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, মৎস্য কর্মকর্তা আশরাফুল্লাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি,উপজেলা প্রানী সম্পদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো: নূরুল আমিনের জন্মস্থান নাটোর জেলার বড়াইগ্রামে এক মুসলিম
সম্ভান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ২০১৯ সালে ৩৭ তম বিসিএস প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। প্রথমে তিনি সাতক্ষীরার জেলা প্রশাসকের কার্যালয় যোগদান এবং পরবর্তীতে বগুড়ার ধনুট উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন বলেন,সরকারি নিয়ম এবং ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে জবাবদিহিতামূলক, দুর্নীতিমুক্ত ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন।

(এসকেডি/এসপি/নভেম্বর ০৫, ২০২৪)