দিনাজপুরে ট্রাক চাপায় দুই বন্ধু নিহত
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় রিফাত হোসেন (১৭) ও খোকা বাবু (১৭) নামের দুই বন্ধু নিহত হয়েছে।
সোমবার ( ৪ নভেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়ালকামড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মমতাজুল জানিয়েছেন, নিহত রিফাত হোসেন বিরামপুর পৌর শহরের সারাংগপুর মহল্লার জিয়ারুল ইসলামের ছেলে। তার বন্ধু খোকা বাবু ওই এলাকার মৃত রফিকের ছেলে। রিফাত মুদি দোকানি ছিলেন।
পরিবারের সসস্যরা জানায়, রিফাত সোমবার দুপুরে খাবার খেয়ে বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলার উদ্দেশে বিরামপুর শহরের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর দোকান না খুলে বন্ধুকে সঙ্গে নিয়ে বিজুল এলাকায় যায়। সেখান থেকে উপজেলা শহরে ফেরার পথে পৌর শহরের জোয়ালকামড়া এলাকায় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় খোকা বাবুকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মেডিকেলে নেয়ার পথে সন্ধ্যায় মোহনপুর এলাকার খোকা বাবুর মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহত রিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
(এসএস/এসপি/নভেম্বর ০৫, ২০২৪)