সামাজিক মাধ্যমে পাংশা বিএনপির সভাপতি-সম্পাদকের নামে ভুয়া চিঠি
একে আজাদ, রাজবাড়ী : সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিস্কারের চিঠি। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্যাড ব্যবহার করা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে নানা গুজব। তবে অনুসন্ধানে এ চিঠির কোন সত্যতা খুজে পাওয়া যায়নি।
জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাড.মো.তাইজুল ইসলামের সাক্ষরিত একটি চিঠি নাম দলীয় প্যাড ব্যবহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো.চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিস্কারের বিষয়ে কিছুই জানেন না তারা।
এ বিষয়ে পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম বলেন, এমন কোন কাজ আমি করিনি যে দল আমাকে বহিষ্কার করবে। এটা গুজব। শুনেছি ফেসবুকে এটি ভেসে বেড়াচ্ছে, তবে এ বিষয় জানার আগ্রহ নেই।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো.চাঁদ আলী খান বলেন, কারা কি ফেসবুকে দিল তা নিয়ে কথা বলার রুচি আমার নেই। যারা দলের মধ্যে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নাম কলকিংত করতে দেওয়া হবে না। পাংশা উপজেলায় বিএনপির বৈধ কমিটি রয়েছে এবং সেই কমিটির মাধ্যমে দল পরিচালিত হয়ে আসছে। কে কি বলল তা দেখার সময় নেই। যারা এ ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের চিহ্নিত করে সঠিক বিচার করার দাবি করছি।
(একে/এসপি/নভেম্বর ০৫, ২০২৪)