হাজী আ. করিম ও সামর্তবান ফাউন্ডেশনের আয়োজনে সেলাই মেশিন বিতরণ
মিরান মাতুব্বর, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় হাজী আ. করিম ও সামর্তবান ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও গরীব অসহায় হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী এলাকায় হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মালীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ও জহুরুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেব ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম কুদরত-এ খুদা গরিব অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।
একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, উপজেলা পাট কর্মকর্তা এহসানুল হক রাফি, ঘারুয়া ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, চান্দ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ।
ভাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোমিনুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সহ আব্দুল বারি মুন্সী, আলীমুজ্জমান মধু, মিজানুর রহমান হাওলাদার, আবুল হাসেম হাওলাদার ঠান্ডু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে গরীব অসহায় ও হতদরিদ্রদের মাঝে ৪৬ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা বলেন, সমাজের সামর্থ্যবানরা যদি এগিয়ে আসে, তবে গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। এ স্বপ্ন বাস্তবায়নের জন্য সংগঠনটি কাজ করছে। তিনি আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশন নামক চ্যারিটি সংগঠন আয়োজিত সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এ দাতব্য প্রতিষ্ঠানের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, রফিকুল ইসলামের মত বিত্তবানরা যদি সমাজে এগিয়ে আসে তবে স্বপ্ন পুরন হতে আর বেশি দেরি লাগবেনা।
প্রসঙ্গতঃ মানুষের ভাগ্যের পরিবর্তনের ত্রি বার্ষিক পরিকল্পনা নিয়ে কাজ করা অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে পরিবারের নিজস্ব অর্থায়নে প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচন জন্য ইতোমধ্যে পাঁচটি প্রকল্প হাতে নিয়েছেন। এসময় বক্তারা সংগঠনের মাধ্যমে মানুষের জন্য কল্যাণ মূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
(এমএম/এসপি/নভেম্বর ০৫, ২০২৪)