একে আজাদ, রাজবাড়ী : ইলিশ ধরার ওপর ২১ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে রবিবার। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীর পদ্ম নদীতে অভিযান চালিয়ে আটক ২৩৩ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এক লাখ ৬৫ হাজার চারশ টাকা জরিমানা আদায় করা হ‌য়।

সোমবার (৪ নভেম্বর) সকালে রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা) মোস্তফা আল রাজীব এ তথ্য নি‌শ্চিত করেন। তিনি জানান,গত ২১ দি‌ন (১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর) সরকারি নিষেধাজ্ঞা অমাণ্য করে ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীর পদ্মার বি‌ভিন্ন অং‌শ থেকে ২৩৩ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বি‌ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও এক লাখ ৬৫ হাজার ৪শ টাকা জ‌রিমানা করা হয়েছে। এছাড়া ২৪ লাখ ৬০ হাজার মিটার জাল ও এক হাজার ৫৮৬ কে‌জি ইলিশ জব্দ করা হয়।

নিষেধাজ্ঞা চলাকালিন সকাল, বিকেল ও রাতে পর্যায়ক্রমে ২৬৩‌টি অভিযান ও ৭২‌ ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা করা হয়েছে।

(একে/এএস/নভেম্বর ০৪, ২০২৪)