পাংশায় নতুন ইউএনওকে ফুল দিয়ে বরণ
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন এস এম আবু দারদা। তাকে ফুল দিয়ে বরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল। এসময় উপজেলা পরিষদ চত্বরে ভীড় করেন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সংবাদকর্মীরা। এসময় তিনি উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন। একই সাথে সকলকে সততার সাথে কাজ করতে বলেন।
তিনি বলেন, সকলের জন্য আমার দরজা খোলা। আমি আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে চাই। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন।
প্রসঙ্গত, রবিবার (৩ নভেম্বর) ইউএনও হিসেবে যোগদান করেছেন এস এম আবু দারদা। তিনি ৩৫ তম বিসিএস এর একজন কর্মকর্তা এবং কুড়িগ্রাম জেলার সন্তান। এর আগে তিনি ভূমি মন্ত্রনালয়ে দায়িত্বরত ছিলেন।
(একে/এসপি/নভেম্বর ০৪, ২০২৪)