রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)এর শিক্ষার্থীরা তাদের ‌৪ দফা দাবি বাস্তবায়নে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সন্ধ্যায় ম্যাটস-এর শিক্ষার্থীরা ফরিদপুর ‌‌শহীদ মিনারের সামনে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ‌পালন করে।

উল্লেখ করে যেতে পারে, ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‌প্রায় তিন মাস যাবত সারা দেশব্যাপী একযোগে লাগাতার কর্মসূচি পালন করে আসছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর শিক্ষার্থীরা।

ফরিদপুরে মোমবাতি প্রজ্বলন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- শেখ নাঈম আবরার, মোহাম্মদ ইয়াসিন‌, মোহাম্মদ ‌ শাহরিয়ার, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আদনান, মোসাম্মৎ খাদিজা খুশি, আশরাফুন্নেসা রঙ্গন, সামিয়া ইসলাম, মোছাম্মৎ উর্মি প্রমূখ।

(আরআর/এসপি/নভেম্বর ০৪, ২০২৪)