বিশেষ প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে হামলার শিকার হয়েছেন হয়েছেন একই গ্রামের অনন্ত ১০ জন। রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামে ঈদগাহ ও কবরস্থানের রাস্তা মেরামত করার সময় হামলার শিকার হয়ে  ফরিদ, হাকিম মন্ডল, নাজির, আরজু মন্ডল সহ অনন্ত ৭ জন আহত।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (০৪ নভেম্বর) সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগরের ভুরকলিয়া ঈদগাহ ও কবরস্থানের রাস্তা সংস্কারের কাজ শুরু করে হিযবুল বদর নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

তখনই একই গ্রামের মোঃ টিপু মন্ডল (৩৫) সংগঠনের সদস্য ফরিদকে কাজে বাধা দিয়ে বলে, তোরা কার হুকুম মত কাজ করতেছির, তোদের কাজ করতে হবে না তোরা চলে যা, এই কাজ আমরা করবো বলেই ফরিদ কে মারধর করতে থাকে। স্থানীয় লোকজন টিপু কে বাধা দেয় মারধর করতে।তখনই টিপু তার ফুফা ওয়াজ বাদশা,ফুফাতো ভাই শাহিন ও তার বন্ধু মনিরুল, ইকবাল, লালন, আজিজুল, আজাদ মেম্বারের ছোট ভাই, কুদ্দুস সহ অনন্ত ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে আবারো ফরিদ, রফিকুল ইসলাম, হাকিম মন্ডল, আরজু মন্ডল, নাজির সহ বেশ কয়েক জনকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করে ও কয়েক টি বাড়িতে ভাঙচুর করে পালিয়ে যায়।

হামলার শিকার হয়েও তারা ভয়তে হাসপাতালে যেতে পারছিল না ভয়তে। পাংশা থানা পুলিশের সহয়তায় তারা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হয় এবং চিকিৎসাধীন আছে। হাসপাতালে ভর্তি হয়েও নিরাপদে নেই তারা, সেখানেও হামলা চালায় সন্ত্রাসীদল।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, সুজানগর গ্রামের ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই আহত, তাদের চিকিৎসা চলমান।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন বলেন খবর পেয়ে আমাদের টিম ঘঠনা স্থলে গিয়েছে। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি, তারা অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

(একে/এসপি/নভেম্বর ০৪, ২০২৪)