বোয়ালমারীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে "ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইঁদুর নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী, কৃষিবিদ এস এম রাশেদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মো. কারিজুল ইসলাম, কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কৃষক-কৃষানি প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষকদের মাঝে ইঁদুর নিধনের ওষুধ ও খাঁচা বিতরণ করা হয়
কৃষিবিদ এস এম রাশেদুল হাসান উপস্থিতি সকলের উদ্দেশ্যে প্রোজেক্টরের মাধ্যমে সচেতনতা বাড়াতে ইঁদুরের নানা ধরণের ক্ষতি সাধন ও বিস্তারের বিষয় উত্থাপন করেন।
এসময় তিনি বলেন, ইঁদুর আমাদের দেশে খাদ্যশস্য ধ্বংস করছে। প্রতি ১০০ টি ইঁদুর বছরে ১ মেট্রিকটন খাবার নষ্ট করে। তাই আমাদের সবাইকে সবার স্থান থেকে ইঁদুর নিধন করতে হবে।
(কেএফ/এসপি/নভেম্বর ০৪, ২০২৪)