রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার ইজিবাইক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

আজ রবিবার (৩ নভেম্বর) বেলা ১১ টায় অম্বিকাপুর অটো শ্রমিক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মামুন উদ্দিন ফকিরের সভাপতিত্বে এ উপলক্ষে একটা বিক্ষোভ মিছিল ‌ শহর প্রদক্ষিণ করে।

মিছিলটি ‌ ফরিদপুর পৌরসভা প্রদক্ষিন শেষে ‌ শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ফরিদপুর পৌরসভা কর্তৃক অটো ও ইজিবাইকের লাইসেন্স নবায়ন ফি কমানোর দাবিতে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন অটো শ্রমিক ও মালিক সমিতির সভাপতি মো: আফজাল হোসেন, সহ-সভাপতি আফজাল মুন্সী, অটো চালক জিহাদ শেখ, করিম মোল্লা, মো: সাগর শেখ,মো: ফারুক শেখ, কবির, মো: ফজল মিয়া, সাব্বির শেখ, আটো মালিক মো: সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং অটো চালকেরা উপস্থিত ছিলেন। এ সময় তারা পূর্বের ন্যায় ফরিদপুর পৌরসভার ইজিবাইক লাইসেন্স নবায়ন ফি ২৯৭৫ টাকার পরিবর্তে ১০০০টাকা এবং ফরিদপুর সদর উপজেলার বাহিরের ইজিবাইক সদর উপজেলায় ও ফরিদপুর পৌরসভায় নিষিদ্ধের আহবান জানান

পরে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলামের নিকট প্রদান করেন।

(আরআর/এএস/নভেম্বর ০৩, ২০২৪)