কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র নির্বাচন, সভাপতি জাহিদ, সম্পাদক হাসিব
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লি. নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ২৯৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম সেক। জাহিদের নিকটতম প্রতিদন্ধী আ. মজিদ মোল্যা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৮০ ভোট। এছাড়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হাসিব মাতুব্বর।
নির্বাচনে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও ৪ জন সদস্যসহ মোট ৬ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরো ২ জন সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে জয় লাভ করেছেন। যে দুইজন সদস্য নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তারা হলেন- মো. মোকছেদ আলী প্রধানীয়া, বাই সাইকেল প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট ৮২ এবং মো. শফিউদ্দিন মোল্লা শফি মোরগ প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে নির্বাচন কমিশনার (সভাপতি) হিসেবে দায়িত্ব পালন করেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আলতাফ হুসাইন।
নির্বাচনে ফল ঘোষণার আগে নির্বাচনের সভাপতি শাহ মো. আলতাফ হুসাইন সংক্ষিপ্ত বক্তব্যে জানান, অন্তত শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রতিদ্বন্দ্বীগণ, ভোটারগণ, গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি'।
এরপর ফলাফল ঘোষণা করে সহকারি নির্বাচন কমিশনার মোহম্মদ আফজাল হোসেন।
আফজাল হোসেন জানান, কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উপলক্ষে ঘোষিত তফসিল অনুযায়ী বিগত ১০ অক্টোবর তারিখে প্রকাশিত যাচাই বাছাই ফলাফল ও বৈধ প্রার্থীর প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়। বিগত ২১ অক্টোবর আপিলে বৈধ প্রকাশিত প্রার্থীর তালিকা হতে দুইজন প্রার্থী তাঁদের প্রার্থীত পদ প্রত্যাহার করায় তফসীল মোতাবেক বিগত ২৩ অক্টোবর নির্বাচন কমিটির সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত মোতাবেক বৈধ প্রার্থীদের চুড়ান্ত তালিকা ও প্রতিক বরাদ্দ প্রকাশ করা হয়। বিধিমালা/২০২৪ এর ৩২(১) বিধি মোতাবেক সহ-সভাপতি, সম্পাদক ও নির্বাচন এলাকা-১ ও ২ সদস্য পদে একাধিক প্রার্থী না থাকায় উক্ত পদে বিগত ২৪ অক্টোবর তারিখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ হয়।
অবশিষ্ট ২টি পদে একাধিক প্রার্থী থাকায় আজ রবিবার (৩ নভেম্বর) সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপরোক্ত প্রেক্ষাপটে নিন্মোক্তে ভাবে প্রার্থীদের নামের পার্শ্বে উল্লেখিত পদ অনুযায়ী নির্বাচন কমিটির সর্বসম্মতিক্রমে সমবায় সমিতির বিধিমালা ২০২৪ এর ৩২(২) ও ৩৪(২)(৫) বিধি মোতাবেক একটি তালিকা প্রকাশ করেন ওই নির্বাচন কমিটি।
কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় লিমিটেড এর ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ-সভাপতি পদে মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে মো. হাসিব মাতুব্বর, সদস্য (নির্বাচনী এলাকা-১) মো. রেজাউল করিম, সদস্য (নির্বাচনী এলাকা-১) মো. ইউনূস মোল্যা, সদস্য (নির্বাচনী এলাকা-২) উজ্জ্বল দত্ত, সদস্য (নির্বাচনী এলাকা-২) মো. শফিকুল ইসলাম।
অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লি. এর মোট ভোটার সংখ্যা ৫৮৬ জন, তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৯১ জন।
কানাইপুরের ঐতিহ্যবাহী এই সমিতিটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত (নিবন্ধন নং ১৯৪)। আগামী ৩ বছরের জন্য নির্বাচিত সভাপতি জাহিদ ও সম্পাদক হাসিব এই সমিতির দায়িত্ব পালন করবেন।
উল্লেখ করা যেতে পারে, এই সমিতি'র নির্বাচনের মেয়াদউত্তীর্ণ হলেও বহুদিন নির্বাচন না হওয়ার সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছিলো। কেউ কেউ আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অবৈধভাবে সমিতির ক্ষমতা দখল করে বসে আছেন বলে অভিযোগ করে আসছিলো। যদিও তারা তা অস্বীকার করেছিলেন। এ বিষয়ে দৈনিক বাংলা ৭১ এ একাধিক সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন। তারপর মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে এডহক কমিটি গঠন করে। তারপর জেলা সমবায় অফিস নির্বাচনের আয়োজন করে, যা আজকের নির্বাচনের মাধ্যমে সমিতির নতুন নির্বাচিত এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করলো। এই কমিটি সমিতি ও সদস্যদের উন্নয়নে জন্য কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন ঐতিহ্যবাহী কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লি. বর্তমান সদস্যগণ।
(আরআর/এএস/নভেম্বর ০৩, ২০২৪)