স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার হাফিজবাদ ইউনিয়নের আম-কাঠালের দ্বারিকামারি হাই স্কুল মাঠে আজ রবিবার উদ্বোধন হয়েছে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

রংধনু স্পোর্টিং ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.নুরুজ্জামান বাবু। জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো.আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পঞ্চগড় জেলা ও দায়রাজজ আদালতের পিপি অ্যাডভোকেট মো.আদম সুফি। ম্যাচে প্রতিদ্বন্দিতা করে পিকে ফাইটার্স পঞ্চগড় বনাম বোদা ফুটবল একাডেমি বোদা। ম্যাচে ১-০ গোলে বোদা ফুটবল একাডেমি কে হারিয়ে বিজয়ী হয়েছে পিকে ফাইটার্স পঞ্চগড়। খেলার মধ্যমাঠ পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান সাবু, সহযোগী পরিচালক হিসেবে ছিলেন তারিক হাসান ও আব্দুল জলিল। ধারাভাষ্যে ছিলেন রবিউল ইসলাম রবি ও জাহাঙ্গীর আলম।

(আরএআর/এসপি/নভেম্বর ০৩, ২০২৪)