রাজবাড়ীতে আগুনে পুড়ে ছাই পাঁচ দোকান
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার বানিবহ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, রাত আড়াইটার দিকে বানিবহ বাজারের রফিক মিয়ার জুতা ও কসমেটিকসের দোকান, পরিমল দাসের কাঁচামালের দোকান, নির্মল দাসের মুদি দোকান, কানাই লাল দাসের কাঁচামালের দোকান, কোমল দাসের মুদি দোকান ও শ্যামল দাসের টিনসেড বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
রাজবাড়ী ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, রাত আড়াইটার দিকে বানিবহ বাজারে আগুন লাগে। সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
(একে/এসপি/নভেম্বর ০৩, ২০২৪)