একে আজাদ, রাজবাড়ী : জুলাই আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রিয়াদ হাসান প্লাবন (২৮) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিয়াদ হাসান প্লাবন বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়ার ছেলে। তার বাড়ি ওই ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৩০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, কাজী ইরাদত আলীর ছেলে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রকিবুল হাসান শান্তনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।

সদর উপজেলার মাটিপাড়ার কাউরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে ও রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র রাজিব মোল্লা মামলার এজাহারে উল্লেখ করেন, সারাদেশের মতো রাজবাড়ীতেও কোটা সংস্কার আন্দোলনকে নসাৎ করার জন্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়।

গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র,অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। বিকেল ৩টা ৪০ মিনিটে পূর্ব পরিকল্পনা মতো উল্লেখিত এজাহারনামীয় আসামিরা তাদের সঙ্গীদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, রাজিব মোল্লার দায়ের করা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদ হাসান প্লাবনকে শনিবার রাত ৮টার দিকে বসন্তপুর স্টেশন বাজার থেকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

(একে/এসপি/নভেম্বর ০৩, ২০২৪)