আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ছোট্ট একটি গ্রামের নাম সোনার ডাঙ্গী। বল্লভদি ইউনিয়ন পরিষদ ভবন ও পিসনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আঁধা কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত। প্রায় দুই যুগ আগে গ্রামে বসতি স্থাপন হলেও নেই ঢুকার কোন রাস্তা। ওই গ্রামে শতাধিক মানুষের বসবাস। মাত্র ১শ মিটার রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে গ্রামের ছোট-বড় সবাই।

শুধু সোনাডাঙ্গী নয় আশপাশের আরো কয়েক গ্রামের মানুষের প্রয়োজন হয়ে পড়েছে ওই ১শ মিটার রাস্তা। গ্রামের মধ্যেদিয়ে পায়ে হাঁটার রাস্তা থাকলেও গ্রাম থেকে বের হওয়ার বা ঢোকার কোনো রাস্তা নেই। তবে ও ১শ মিটার রাস্তা হলেই গ্রামবাসী উপকৃত হবে।

সোনার ডাঙ্গী গ্রামবাসী ও স্থানীয়রা জানান, শতভাগ বিদ্যুতায়িত গ্রামে প্রায় অর্ধশত পরিবারে ভোটার সংখ্যা শতাধিক। রয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী যারা প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় লেখাপড়া করে। গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি। গ্রামের সবাই মুসলিম ধর্মের অনুসারী।

তারা আরো জানান, শিশুদের স্কুল ও মাদ্রাসায় যেতে অনেক কষ্ট হয়। ১২ মাসই তাদের কষ্ট থাকে। গ্রামের মানুষ অসুস্থ হলে, দ্রুত হাসপাতালে নিতে ব্যাঘাত ঘটে। কৃষকের ফসল মাথায় করে নিয়ে যেতে হয় হাট বাজারে। গ্রামের উল্টো পাশে রয়েছে বিশাল ফসলের মাঠ। সেখান থেকে ফসল সংগ্রহ করতে উৎপাদন খরচ ও ঝুকি বেড়ে যায়। রাস্তা না থাকায় পুলিশের গাড়ি, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি সহ জরুরি সেবার কোন গাড়িই প্রবেশ করতে পারবে না। গাড়ি তো দুরের কথা বাইসাইকেল বা পায়ে হাটার কোন ব্যবস্থা নাই। এমনকি এই গ্রামে কেউ বিবাহ করতে চায় না। গ্রামবাসী সরকারের কাছে রাস্তাটি করে দেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য দিদার ফকির বলেন, রাস্তা না থাকায় সোনাডাঙ্গী এলাকার বিবাহযোগ্যা ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। সামান্য একটু রাস্তার জন্য তাদের সীমাহীন কষ্ট হয়। চেয়ারম্যান মহোদয় সহ আমরা বেশ কয়েকবার পদক্ষেপ নিয়েছি। কিন্তু একটু সমস্যা থাকায় পারি নাই। এবার জোর দিয়ে চেষ্টা করবো।

বল্লভদী ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, রাস্তা না থাকার কারনে সোনাডাঙ্গী গ্রামের মানুষের চলাচল করতে অনেক কষ্ট হয়। আমি বেশ কয়েকবার পদক্ষেপে নিয়ে ব্যার্থ হয়েছি। মুল সমস্যা ওই গ্রামে যাওয়ার জন্য সরকারী কোন হালট নেই। তাছাড়া ব্যাক্তি মালিকানা জমি দিয়ে রাস্তা নিতে গেলে জমির মালিক বাধা দেয়। খুব শীগ্রই সোনাডাঙ্গী ও আশপাশের গ্রামের জমির মালিকদের সাথে কথা বলে দেখবো কি করা যায়।

এই বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী বলেন, রাস্তা না থাকায় গ্রামের মানুষের চলাচলের সমস্যার কথা আমরা জানতে পেরেছি। এখানে সরকারি কোন হালট না থাকায়, রাস্তা করতে সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করবো গ্রামবাসিদের সমঝোতায় যদি তারা জমি দিতে চায় সেক্ষেত্রে সরকারিভাবে রাস্তা নির্মাণ করে দেওয়ার প্রোয়জনীয় ব্যবস্থা নিব।

(এএনএইচ/এএস/নভেম্বর ০৩, ২০২৪)