সাতক্ষীরায় সংখ্যালঘুদের নিরাপত্তাসহ ৮ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সংখ্যালঘুদের নিরাপত্তা সহ আট দফা দাবি আদায় সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষরা বিশাল সমাবেশ করেছে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে।
শনিবার বিকাল ৫ টায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ সাধু সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে আট দফা দাবি আদায়ের স্বপক্ষে মিছিল নিয়ে সমবেত হয় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষরা।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, বিশ্বনাথ ঘোষ, নিত্যানন্দ আমীন প্রমূখ।
সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমারশীল।
সমাবেশ শেষে সন্ধ্যায় বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
(আরকে/এএস/নভেম্বর ০২, ২০২৪)