মাদকের অভিযানে ঈশ্বরদীতে ইয়াবাসহ আটক ২
ঈশ্বরদী প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ‘খ সার্কেল’ এর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে ঈশ্বরদী রিকশা সমিতির মার্কেটের ফলের দোকানের সামনে শুক্রবার গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।
মাদক ব্যবসায়ী পাবনা সদর থানার কাশীপুর গ্রামের মৃত মুক্তার হোসেনের পুত্র আলামিন ওরফে মুন্না (৩২) এবং সুজানগর থানার খানপাড়া গ্রামের আইয়ুব আলীর পুত্র আনোয়ার হোসেন শামীমকে এসময় আটক করা হয়।
পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, ঈশ্বরদী রেল বাজারের রিক্সা সমিতি মার্কেটের ফলের দোকানের সামনে ঈশ্বরদী বাইপাসগামী একটি স্কুটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাসী চালিয়ে ওই দুই মাদক পাচারকারীর কাছে ৮০০ পিচ ইয়াবা পাওয়া যায়। মাদক ব্যবসার কাজে ব্যবহৃত স্কুটি মোটরসাইকেলটি জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
(এসকেকে/এসপি/নভেম্বর ০২, ২০২৪)