সুবর্ণচরে জাতীয় যুব দিবস উদযাপন
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : "দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, সনদ পত্র ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণ্যাঢ র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
এসময় সুবর্ণ ইয়ুথ অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক মহিব উল্যাহ মহিব এর সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. নুরুন নবী, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবিন, উপজেলার বিশিষ্ট সমাজ সেবক মো. বেলাল হোসেন সুমন, সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমনসহ প্রমুখ।
দিবসটি উপলক্ষে সফল সংগঠক হিসেবে ২ টি সংগঠনকে ক্রেস্ট প্রধান করা হয়। সেচ্ছাসেবী দুইটি সংগঠণকে যুব অধিদপ্তর কর্তৃক রেজিট্রেশন সনদ তুলে দেওয়া হয়। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কয়েকজন তরুণ উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
(এস/এসপি/নভেম্বর ০১, ২০২৪)