নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাত ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ অক্টোবর) ভোর রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নান মোল্যার বাড়িতে। চুরির সময় কুকুর ডেকে উঠলে হান্নান বিষয়টি বুঝতে পেরে চিৎকার করেন। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে চোরদের ধাওয়া করেন। এই সময় স্থানীয়রা তিনজন চোরকে ধরে গণপিটুনি দেয়।

নিহতদের মধ্যে ছিলেন জান্নাতুল শেখ (২১), নুরনবী (২৯), এবং দুলাল মিয়া (২৪)। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, হত্যার ঘটনায় মামলাটি পুলিশ বাদী হয়ে দায়ের করেছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বুধবার রাতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত জান্নাতুলের বিরুদ্ধে পাঁচটি, নূরনবীর বিরুদ্ধে নয়টি এবং দুলালের বিরুদ্ধে পাঁচটি মামলা পুলিশের রেকর্ডে রয়েছে। তারা মূলত আন্তঃজেলা চোর চক্রের সদস্য হিসেবে পরিচিত। এ বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

(আরএম/এসপি/নভেম্বর ০১, ২০২৪)