সালথা প্রতিনিধি : পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলা চত্তর থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী। এছাড়াও উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম মুন্সি, মোঃ হোসাইন মিয়া, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, সাংবাদিক আরিফুল ইসলাম সহ যুবক ও যুবতীরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালী উপস্থিত যুবক ও যুবতীদের বেকারত্ব দূর করার পরামর্শ দেন। আলোচনা শেষে ৮ জন বেকার যুবক ও যুবতীকে ঋণের চেক বিতরণ করা হয়।

(এএন/এসপি/নভেম্বর ০১, ২০২৪)